এপ্রিল ১৯, ২০২৫
Home » সিরাজদিখানে আওয়ামী সন্ত্রাসীদের মাদক ব্যবসা ও চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
IMG-20250317-WA0034

সিনিয়র স্টাফ রিপোর্টার

সিরাজদিখানে আওয়ামী সন্ত্রাসী, মাদক ব্যবসা ও চাঁদাবাজীর বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। চন্দনধুল গ্রামের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল গ্রামস্থ জনৈক লাল মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চন্দনধূল গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে আওয়ামী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী চন্দনধুল গ্রামের মৃত ইয়ানুচ ঢালীর দুই ছেলে মামুন ঢালী ও তার ভাই ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মোশারফ ঢালী,কাজল ঢালীর ছেলে সাইফুল ঢালী, খালেক ঢালীর ছেলে মিজান ঢালী ও মৃত সমন ঢালীর ছেলে
খালেক ঢালীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার প্রতিবাদ জানানোর পাশাপাশি তাদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানার মানববন্ধনকারীরা। এর আগে গত শুক্রবার চন্দনধুল খোদাই বাড়ী জামে মসজিদে জুমা নামাজের পর মসজিদ ফান্ডের টাকার  হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে চন্দনধূল গ্রামের নুরুল ইসলাম শেখর ছেলে মোঃ বাবু শেখের সাথে একই গ্রামের মামুন ঢালী,মোশারফ ঢালী,সাইফুল ঢালী, মিজান ঢালী ও খালেক ঢালীদের সাথে  বাকবিতন্ডার এক পর্যায়ে বাবু শেখের উপর সন্ত্রাসী হামলা চালায় এবং নানা ভাবে হুমকি প্রদর্শন করে তারা। এ ঘটনার চন্দনধূর গ্রামের স্থানীয় লোকজনসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের লোকজন বাবু শেখের উপর হামলাকারীদের হামলার প্রতিবাদ ও তাদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন করে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *