এপ্রিল ১৯, ২০২৫
Home » স্বৈরাচার শেখ হাসিনা বিএনপি’র উপর অত্যাচার চালিয়েছে- আলতাফ হোসেন চৌধুরী
received_1714352312853546

মোঃ সজিব সরদার,‎ক্রাইম রিপোর্টার

দেশে এখন জঙ্গি হামলার ঘটনা নেই কারন জঙ্গিদের যারা লালন পালন করতো,যিনি স্ক্রিপ্ট লিখতেন সেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী শেখ হাসিনা দেশকে শাসন করার চেষ্টা করতো।তারা দেশকে শোষণ করেছে।  বিগত ১৫ বছর ধরে অত্যাচার চালিয়ে, বিভিন্ন  প্রলোভন দেখিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার। বিএনপি  এখনও ঐক্যবদ্ধ।বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে  নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ইনশাআল্লাহ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে। দুমকিতে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব  আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।

‎গতসোমবার (১৭ মার্চ) দুমকি উপজেলা পরিষদ মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মাকসুদ আহমেদ বাইজীদ পান্না, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান,পবিপ্রবি অধ্যাপক দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রুমি, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর আহমেদ বাপ্পি,উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকন ।

অনুষ্ঠানে অনান্যর মধ্যে  আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ সোলাইমান বাদশা,ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য জিএম শাহাজাদা, সাবেক ছাত্রনেতা সৈয়দ মনির হোসেন ও মোঃমঈন মিয়া,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম মিলন, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। ইফতার মাহফিলে প্রায় তিন সহস্রাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময়  উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি,যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল,মহিলাদল ও ছাত্রদলসহ বিভিন্ন  ইউনিটের প্রায় কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *