

মোঃ আক্তারুজ্জামান, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন ভাঙ্গা থানার সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নত রাবেয়া,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রকিব, ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ মোঃ তানসিব জুবায়ের, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃন্দ প্রমুখ। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মম সিদ্দিক মিয়া, চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খালেক মোল্লা, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ।