এপ্রিল ১৯, ২০২৫
Home » কুয়াকাটায় দূর্যোগের আগাম প্রস্তুতি সর্তক করন বিষয় স্কাউট ও স্থানীয় যুবক যুবতীদের প্রশিক্ষন
IMG-20250318-WA0003 (1)

মো. জহিরুল, কুয়াকাটা প্রতিনিধি

বেসরকারি সংস্থা চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় জাগোনারীর উদ্যোগে কলাপাড়া উপজেলার  স্কাউট ও স্থানীয়  যুবক যুবতীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে একদিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার  (১৮ মার্চ) সকাল ১০টায় কুয়াকাটা হোটেল মিয়াদ ইন্টারন্যাশনাল এর কনফারেন্স রুমে  প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও  সিভিল  ডিফেন্স কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃমনিরুজ্জামান প্রিন্স।তিনি তার স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের শুভ সূচনা করেন। তিনি প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্যসহ দুর্যোগের আগাম প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং পূর্বাভাস ভিত্তিক গন জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
জাগোনারী এন্টিসিপেটরি একশন প্রকল্পের প্রজেক্ট অফিসার কিশোর কুমার দাসের সঞ্চালনায় সেশন পরিচালনায় অংশগ্রহণ করেন সেইভ দ্য চিল্ড্রেনের অফিসার সনজিতা হালদার ও জাগেনারীর মনিটরিং ও ইভালুয়েশন অফিসার মারিয়া আক্তার জিনতু। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্ব,গ্রুপ ওয়ার্ক ও উন্মুক্ত আলোচনায় তারা তাদের মতামত,অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রশিক্ষনে  স্কাউট ও যুবক যুবতীদের  অংশগ্রহণ ছিল সাবলীল ও প্রাণবন্ত। আলোচনায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম প্রস্তুতির দক্ষতা অর্জন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জানা ও সচেতনতা বৃদ্ধি ,দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কর্মকৌশল জান মাল রক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে  ধারণা, দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন,পরিকল্পনা। প্রণয়ন,জরুরী সারা প্রধান ব্যবস্থাপনার দক্ষতা অর্জন ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনার উপর ইনক্লুসিভ ধারণা প্রদান করা হয়। এবং স্থানীয় সরকারী ও বেসরকারি সংস্থা এবং সহায়তাকারী গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপন ও সহযোগিতার কৌশলগত দিক এবং  দুর্যোগের ক্ষতি কমিয়ে আনতে আগাম পরিকল্পনার উপর  উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে চাইল্ড সেইভ গার্ডিং চাইল্ড প্রটেকশন ও জাতীয় শিশু নীতিমালা সম্পর্কে  সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়।
প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স তার বক্তব্যে বলেন, কলাপাড়া ও উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন,ঝড়, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে বিশেষ করে নারী ও শিশুরা।দুর্যোগকালীন সময়ে মানবিক দায়িত্ব পালনে স্বেচ্ছাসেবী হিসেবে স্কাউট ও যুবক যুবতীদের ভূমিকা সবসময়ই অগ্রগণ্য। উল্লেখ স্কাউট ও যুবক যুবতীরাও এই দুর্যোগের প্রভাব থেকে মুক্ত নন। তাই তদের দুর্যোগের পূর্বাভাস বোঝার সক্ষমতা,আত্মবিশ্বাস,তাদের শারীরিক মানসিক মনোবল প্রস্তুতি সহ ঝুঁকি মোকাবিলার বিভিন্ন কৌশল ও দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির ও বিকল্প নেই। তাই সকল সেক্টর ও আ্যক্ট রদের আন্তরিক ও ঐক্যবদ্ধ  সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান এবং প্রশিক্ষণের মূল বার্তা সম্পর্কে সবাইকে অবহিত করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ফার্স্ট এইড ব্যবস্থাপনা,জরুরী উদ্ধার অভিযান ও দ্রুত অগ্নি নির্বাপনের কৌশল ডেমোস্টেট করেন, যাহা প্রশিক্ষার্থীদের ভিতরে ব্যাপক সারা ফেলে।  প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন জাগোনারীর সহকারি প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তার,মোঃ রহমত উল্লাহ রাজু ও ফিরোজ মাহমুদ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *