

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট
“শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান”- এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো সিলেট সিটির ৩৪নং ওয়ার্ডের শাহপরান, বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকা এবং গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নে “জাতীয় ভিটামিন ’এ‘ প্লাস ক্যাম্পেইন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনে সহযোগিতায় ছিলো বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।
শনিবার (১৫ মার্চ ২০২৫) সকালে সিলেট গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রাম কমিউনিটি ক্লিনিকে দুজন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল হামিদ এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। এসময় স্বাস্থ্য সহকারী ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সভাপতি মো. ময়নুল হক, কমিউনিটি স্বাস্থ্যসেবা প্রদানকারী (সিএইচসিপি) রুমানা বেগম, মো. হাবিব উল্লা বাহার, এফডব্লিউএ মিছিরা বেগম ও শিপ্রা রাণী চন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নের পুরাতন ৩নং ওয়ার্ডের খলাগ্রাম কমিউনিটি ক্লিনিক, কুরিহাই মৌঃ মিজানুর রহমানের বাড়ী, হাজরাই ডাঃ এখলাছুর রহমানের বাড়ী সহ মোট ৩টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমে সহযোগিতা প্রদান করে। আলীরগাঁও ইউনিয়নের ৮টি টিকাদান কেন্দ্রে ২৯৭ জন শিশুকে নীল ক্যাপসুল ও ২৩৩৬ জন শিশুকে লাল ক্যাপসুল সহ সর্বমোট ২৬৩৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এছাড়া সিলেট নগরীর শাহপরান, বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায়ও শ্রোতাক্লাবের সহযোগিতায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। স্বাস্থ্য সহকারী ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারীর নেতৃত্বে কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের উপদেষ্টা আব্দুস সামাদ, সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মো. আফজল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী (সানি), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, লিমন আহমেদ চৌধুরী, টিপু চৌধুরী, ফারহাজ নুরুল চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ভিটামিন-এ ক্যাপসুলের উপকারিতা হচ্ছে- (১) শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক এবং রাতকানা রোগ প্রতিরোধ করে, (২) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে, (৩) শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে, (৪) ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায় এবং (৫) ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির সুরক্ষা নিশ্চিত করে। বরাবরের মতো এবারেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের যৌথ আয়োজনে রয়েছে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা বিভাগ। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে দুবার ৯৮ শতাংশ শিশুদের ভিটামিন এ খাওয়ানো হয়।