

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে বিএনপি নেতা তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে সরকার।সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানায়, তারা হাইকোর্টের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করেছে। গ্রেনেড হামলার মামলায় ২০১৮ সালের রায় অনুযায়ী ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।