

মোঃ ফোরকান জামান, বেনাপোল (যশোর) প্রতিনিধি
রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রাম-এর উদ্যোগে এক সুশৃঙ্খল ও ভাবগম্ভীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ ২০২৫ (১৭ রমজান), সোমবার, স্থানীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি ও মিলন। সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও আখতারুজ্জামান। সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু। যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ ও আব্দুল মান্নান স্যার। পৌর যুবদলের সদস্য সচিব দীপু। ছাত্রদলের নেতৃবৃন্দ সাওন, তুহিন, সনি প্রমুখ। এছাড়াও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক ইসাহাক মেম্বারসহ ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের বক্তব্য
প্রধান অতিথি আবু তাহের ভারত বলেন, “গত ১৬ বছর ধরে আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, হামলা-মামলা দিয়ে আমাদের কোণঠাসা করার চেষ্টা করেছে। যার কারণে আমরা একত্রে ইফতার করতে পারিনি। আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি, যা আমাদের শক্তিকে আরও সুসংগঠিত করবে। তিনি আরও বলেন, “যদি কোনো নেতাকর্মী অনিয়ম, চাঁদাবাজি, হানাহানি বা দখলবাজির সঙ্গে জড়িত হয়, তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
ইফতার ও দোয়া মাহফিল আলোচনা সভা শেষে উপস্থিত সকলেই রমজানের শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য কল্যাণ কামনা করা হয়।