এপ্রিল ১৯, ২০২৫
Home » রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 
Messenger_creation_8BC528A0-467F-43A4-8460-8F2C85C95061

এক আজাদ রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি অর্থবছরে গ্রীষ্মকালীন মুগ ও উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে  কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে কৃষকদের মাঝে ফসল বৃদ্ধির লক্ষ্যে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রুপম চন্দ্র মহন্ত, উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি সফিকুল (পুরাতন)  ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচিতে ২২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি  ৫ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *