

মো ফোরকান জামান বেনাপোল যশোর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে’ যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ১১ টি ইউনিয়ন এবং ওয়ার্ডে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেই মোতাবেক আজ ১৭ রমজান ৯নং উলাশী ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই মার্চ শনিবার বিকালে ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির ১৭ ই রমজান ওয়ার্ড ভিত্তিক ইফতারের আয়োজন করা হয়। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ৯নং উলাশী ইউনিয়নের সব কয়টি ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এবং সাধারণ মানুষদের বলেন,আসুন, আমরা সবাই একসঙ্গে দেশের শান্তি,গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কাজ করি। এবং সকল পর্যায়ের সাধারণ মানুষ ও সহ স্থানীয় নেতাকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে এক সাথে বসে ইফতারি করেন। এসময় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,কঠোরভাবে হুশিয়ার করে বলেন,বিএনপির কোনো সদস্য বা নেতা, কোন প্রকার মারামারি হানাহানি চাঁদাবাজি ও দখলবাজি এবং বিচারা আচার করতে পারবে না।
সেই সাথে আরো বলেন, সরকারি টিসিবির চাউল ও বিভিন্ন পণ্য বন্ঠন করা যাবে না। এগুলো প্রশাসন করবে। যদি কোন নেতাকর্মীরা এ ধরনের কাজে জড়িত থাকেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে দেয়া হবে বলে, নেতারা জানান। ৯নং উলাশী ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ কন্যাদহ গ্রামের এবং ,৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সিদ্ধান্ত মতে ৮ তারিখ থেকে ২০ তারিখ মধ্যে ১১ টি ইউনিয়ন এবং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল শেষ করতে হবে।