এপ্রিল ১৯, ২০২৫
Home » শিবগঞ্জে আগুনে পুড়লো দুটি ঘর ও দুটি গরু ক্ষয়ক্ষতির পরিমান প্রায়  পাঁচ লাখ টাকা
Gallery_1742304267759 (1)

মোঃ কাওসার আলি, শিবগঞ্জ

শিবগঞ্জে শক সার্কিটের আগুনে পুড়ে দুইটি ঘর ও দুইটি  গরু  পুড়ে ভস্মিভুত হয়েছে। আরো একটি গরু পুড়ে আহত হলে কসাইয়ের নিকট বিক্রী করা হয়েছে।   এ সময় আগুন নিভাতে গিয়ে আব্দুল খালেক (১৮)নামে একজন পুড়ে গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে  বাগবাড়ি গ্রামে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার দিবাগত রাত  ১২টার দিকে আকস্মিকভাবে আগুন দেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, এবং  ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। তারা এসে  এক ঘন্টা  চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক মোজাফর আলি জানান, রাতে তারাবি শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়লে  রান্না ঘরে  বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি  ঘর ও  দুটি গরু পড়ে ভস্মিভুত হয়ে গেছে।আরো একটি গরু পুড়ে আহত হওয়ায় কসাইয়ের নিকট সস্তায় বিক্রী করা হয়েছে। এ সময় আমর ছেলে আব্দুল খালেক(১৮) আগুন নিভাতে গিয়ে পুড়ে আহতে হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায়  পাঁচ লাখ টাকা। তবে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কাদের কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় সাড়ে তিন লাখ টাকা। উদ্ধার করা হয়েছে প্রায়  পাঁচ লাখ টাকার মালামাল।  সংগে দুটি গরু পুড়ে ভস্মিভুত হয়ে গেছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *