এপ্রিল ১৯, ২০২৫
Home » আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা শীর্ষক আলোচনা সভা- ইফতার ও দোয়া মাহফিল
Screenshot_20250323-021113~2

মোজাম্মেল হোসাইন,স্টাফ রিপোর্টার

নয়ারহাট গণবিদ্যাপিঠ মাঠ প্রাঙ্গনে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা শীর্ষক আলোচনা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাঈন উদ্দিন বিল্টু,সাভার থানা বিএনপির সভাপতি সাইফউদ্দিন সাইফুল,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবদুল গফুর মিয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার সিনিয়র সহসম্পাদক বশির আহমেদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। বশির আহমেদ বলেন,বিগত ১৭ বছরে আওয়ামীলীগ স্বৈরাচার সরকারের আমলে আমরা কোন সমাবেশ,মতবিনিময় ও ইফতার মাহফিল করতে পারি নাই।
আজকে স্বাধীনভাবে এতো সুন্দর একটি সমাবেশ করতে পেরে আল্লাহর নিকট হাজার শোকারিয়া জ্ঞাপন করছি।বাছেদ দেওয়ান বলেন,আমরা বিগত ১৮ বছরের ভিতরে নিজের ভোট দিতে পারি নাই। আমাদের তারেক জিয়ার নির্দেশ আমরা ভোটকেন্দ্রে ভোট দিতে যাবো।প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা মানুষের দুয়ারে ভোট চাইবো। সবাই সচেতন এবং সজাগ থাকুন। প্রধান অতিথি জামাল উদ্দিন সরকার বলেন,তারেক জিয়ার নির্দেশে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন।অতি শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন অপশক্তি নির্বাচনকে দাবিয়ে রাখতে পারবে না।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *