
মোঃ সালাউদ্দিন
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের উদ্যোগে এবং খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে অত্র জেলার পুলিশ লাইন্সে সকল পদবীর পুলিশ সদস্যদের সাথে নিয়ে ইফতা রও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২২মার্চ) উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। ইফতারের পূর্বে অতিরিক্ত পুলিশ সুপার (খা গ ড়াছড়ি সদর সার্কেল) তফিকুল আলমের বিদায় উপলক্ষ্যে জেলা পুলিশ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন খাগড়াছড়ির পুলিশ সুপার। এসময় প্রধান অতিথি ও বিদায়ী অতিথির বক্তৃতা শেষে, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), সহকারি পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল); অমিত কুমার দাস, সহকারি পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।