এপ্রিল ১৯, ২০২৫
Home » ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক দল নেতার ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় উত্তেজনা
IMG-20250322-WA0008 (1)

মোহাম্মদ অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ জঙ্গাল খানপাড়ায় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া খানের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী সন্ত্রাসী খুরশিদ মিয়া ও তার সহযোগীরা চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ইয়াহিয়া খান নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় খুরশিদ মিয়া-এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের ফলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তার পকেটে থাকা নগদ চার লক্ষ টাকা ও একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, ইয়াহিয়া খানের শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত রয়েছে। বিশেষ করে মাথায় গুরুতর জখম হয়েছে, যার ফলে তার অবস্থা আশঙ্কাজনক। হামলার নিন্দা ও প্রতিক্রিয়া এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা কৃষক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোঃ আরিফ (ভিপি শামীম) এবং সদর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারহান আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, “এই বর্বরোচিত হামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া, মোহাম্মদ আল-আমিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে, হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের ন্যক্কারজনক হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে, হামলার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *