এপ্রিল ১৯, ২০২৫
Home » রাণীনগরে ৪নং পারইল ইউপিতে ভিজিএফ চাল বিতরণ!
528

নওগাঁ রাণীনগরে ঈদকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় ৪নং পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ব্যক্তি পরিবারকে পবিত্র ঈদুল ফিতরকে ২০২৫ইং উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ চাল বিতরণ করা হয়। এসময় উক্ত ইউনিয়নের অনেক হতদরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে ভিজিএফ চাল গ্রহণ করেন। উপস্থিত সকলে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণকে স্বাগতম জানান। আজ বিকেল ৪টা পর্যন্ত সুশৃঙ্খল ভাবে ভিজিএফ চাল বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন ৪নং পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, ইউপি সদস্যরা এবং প্রতিরক্ষা আনসার সদস্যরা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *