

মো:কায়সার উদ্দিন,সিনিয়র স্টাফ রিপোর্টার
শেরপুরে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৭ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে একটি ট্রাক ও একটি মোটর সাইকেল। শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী জামে মসজিদ সংলগ্ন নদীতে ওই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। ওই সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ১৭টি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস করা হয়। ওই সময় উপজেলা
প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইন -শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।