এপ্রিল ১৯, ২০২৫
Home » সৈয়দপুরে হযরত আলী (কাঃ) এর স্মরণে এমাদীয়া ফাউন্ডেশনের  ইফতার বিতরণ
FB_IMG_17426686007586066

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে ইসলামের চতুর্থ খলিফা, আমিরুল মোমেনিন, হযরত মাওলা আলী শেরে খোদা আলীউল মুরতুজা (কাঃ)-এর পবিত্র স্মরণোৎসব উপলক্ষে এমাদীয়া ফাউন্ডেশনের উদ্যোগে দুইশতাধিক মানুষের  মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার(২২মার্চ) শহরের শহিদ জহুরুল হক রোডে এই বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।  উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে এমাদীয়া ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, পীর হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ্ মিসবাহ উল হক এমাদি (মা:জি:আ)-এর দিকনির্দেশনায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী মোহাম্মাদ আফতাব আলম জুবায়ের এমাদী, সাধারণ সম্পাদক, খানকাহ্ এমাদিয়া কালান্দারিয়া, হাতীখানা, সৈয়দপুর। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক ও এমাদীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান  মুরাদ হোসেন এমাদীর নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয় । ইফতার বিতরণ কার্যক্রমে  অন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন  ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শাওন এমাদী, শয়ন এমাদী, রাজু এমাদী, সিহাব এমাদী এবং আহমাদ এমাদীসহ আরও অনেকে। ইফতার বিতরণ কার্যক্রমে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এমাদীয়া ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *