

আতিকুর রহমান (তনি সরকার) গোদাগাড়ী প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে গোদাগাড়ী উপজেলার ৩নং পাকড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাকড়ী গোয়ালপাড়া পাকড়ী কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে বিএনপি চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনায় ও ৩৬ জুলাই/২০২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতা ও আহতদের জন্য দোয়া করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -১ গোদাগাড়ী -তানোরের জন নন্দিত জননেতা,চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, এবং সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক জনাব (অবঃ মেজর জেনারেল) মোঃ শরীফ উদ্দিন। গোদাগাড়ী উপজেলা শাখার মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি আব্দুল জলিল রবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ৩নং পাকড়ী ইউনিয়নের বিএনপি,অঙ্গ, সহযোগী সংগঠনের নেতা কর্মি বিন্দু। আয়োজনেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ৩নং পাকড়ী ইউনিয়ন গোদাগাড়ী, রাজশাহী।