এপ্রিল ১৯, ২০২৫
Home » মোশারফগঞ্জ বাজারে আলোচনা সভা  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
1742841637815 (1)

শরীফ মিয়া,স্টাফ রিপোর্টর  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জামালপুর ইসলামপুর পৌরসভা ২৪ শে মার্চ সোমবার মোশারফ গঞ্জ বাজারে ৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণ ও মাদ্রাসার এতিমদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  প্রধান অতিথি মোঃ জাকির হোসেন ( জাকির) সাধারণ সম্পাদক ইসলামপুর পৌর শাখা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে  দোয়া কামনা করেন। তিনি বলেন, “৫ আগস্ট আন্দোলনে শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যে প্রত্যেক নেতাকর্মীকে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “জনগণ দীর্ঘ ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান ( শাহীন) সাবেক সভাপতি ইসলামপুর পৌর শাখা। রাশেদুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক ইসলামপুর পৌর শাখা। মাহাবুর রহমান সভাপতি ৮ নং ওয়ার্ড। জহির উদ্দিন ( রাজা) সভাপতি ৯ নং ওয়ার্ড। মোস্তাফিজুর রহমান (মামুন)সাধারণ সম্পাদক  ৯ নং ওয়ার্ড। দেলোয়ার হোসেন (দুলু) যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ইসলামপুর পৌর শাখা। সঞ্চালনা করেন মন্টু মিয়া সভাপতি পৌর যুবদল ৮ নং ওয়ার্ড শাখা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *