

মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে টোরা মুন্সিরহাট বাজারে আঞ্চলিক কার্যালয় অফিসটির শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (৫এপ্রিল) রাত ৮টায়,প্রধান অতিথি হিসেবে অফিসটির উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক,বিশিষ্ট শিল্পপতি, দানবীর আলহাজ্ব এম এ হান্নান। এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু জাফর খুছরু মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক,৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল সবুজ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের সহ সভাপতি তোহা মিলন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল বাশার টিটু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান হাবীব, সাবেক যুগ্ন আহবায়ক শামসুল আলম,যুবদল নেতা পারভেজ,ইউনিয়ন স্বেচ্ছাসেবকের দলের আহ্বায়ক এমরান, মাহবুব আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন বাবু, প্রবাসী শরীফ,প্রমূখ। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় এম এ হান্নান বলেন, এই বিএনপির অফিস দিয়ে বা নাম ভাঙ্গিয়ে কেউ কোথাও কোন চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী কোন কার্যকলাপ চালাতে পারবে না। আমি হান্নান যদি কোথায়ও শুনি এই ধরনের কোন কার্যকলাপ করা হয়েছে তাহলে আমরা দল থেকে তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এবং তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির একটি শান্তিপূর্ণ দল, তাই আমরা চাই এই অফিসের মাধ্যমে আপনার বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে দোকানে পাটে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, এবং তারেক জিয়ার সালাম জানাবেন আগামী দিনে দলের নেতাকর্মীদেরকে নিয়ে দলকে সুসংগঠিত করিবেন।
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দীর্ঘ ১৭ বছর আমরা কোথায় উন্মুক্তভাবে বিএনপির দলের কোন কার্যক্রম চালাতে পারি নাই, তাই আজ আমরা ঐক্যবদ্ধ বিএনপি হয়ে এই অফিসের মাধ্যমে আমরা আমাদের বিএনপির সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম এই অফিসের মাধ্যমে আমরা সালাবো। আমাদের একটি মিলনমেলার স্থান হবে।আমরা ঐক্যবদ্ধ বিএনপি হতে চাই।