

মাহমুদুল ইসলাম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি
সাভার উপজেলার আশুলিয়ায় চলন্ত সেলফি পরিবহনের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাস ও বাসের চালককে আটক করে স্থানীয়রা।পরবর্তীতে সেলফি পরিবহনের আরও ৫ টি বাস আটক করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা।
(৩০ এপ্রিল) সকাল প্রায় ১০.৩০ এর দিকে সাভারের আশুলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা মুখী লেনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চাঁদপুর জেলার মতলব থানার লোকমান মোল্লার ছেলে শামসুল (৭০)। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের শ্রীপুর উপকেন্দ্রের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প কিছুদিন আগেই তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। তার পাওনাদি নেয়ার জন্যেই তিনি আজ গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন।
আটককরা বাসের চালক ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আব্দুল করিম (৪৫)।
সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণু পদশর্মা বলেন, সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমরা এসেছি। আইন অনুযায়ী প্রক্রিয়া চলমান।