

নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
রংপুরের গঙ্গাচড়ায় মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যান ফেডারেশন গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে গঙ্গাচড়া উপজেলা মাল্টিপার্স হল রুমে গতকাল বৃহস্পতিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিকশা ভ্যান ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন সভাপতি মেহেদী উল হাসানের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক রায়হান সিরাজী, প্রধান আলোচক এর বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর জেলার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলার আমীর মওলানা নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজউদ্দীন শ্রমিক কল্যান ফেডারেশন গঙ্গাচড়া উপজেলা সভাপতি শোয়াইবুর রহমান, উপজেলা দর্জি ট্রেড ইউনিয়নের সভাপতি মাওলানা ওবায়দুর রহমান সহ স্থানীয় শ্রমিক রিকশা,ভ্যান, ঠেলাগাড়ি ও দর্জি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী বলেন,আমদের দেশে শ্রমিকরা অবহেলিত, শ্রমিকদের ন্যায্য হিস্যা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামি শ্রম আইন বাস্তবায়নের বিকল্প নাই।বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে শ্রমিকদের ন্যায্য হিস্যা বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। এজন্য আপনাদেরকেও সহযোগিতা করতে হবে । আলোচনা সভা শেষে শ্রমিক দিবস উপলক্ষে একটি র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাচড়া উপজেলা মাঠে এসে শেষ হয়।