জুন ২০, ২০২৫
Home » দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসায় পাগড়ি প্রদান অনুষ্ঠান: নতুন হাফেজদের সংবর্ধনায় আবেগঘন পরিবেশ
494665858_3315756921922829_8173196085426836444_n

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

পবিত্র কোরআনের হাফেজদের সম্মানে অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া পাগড়ি প্রদান অনুষ্ঠান। কুমিল্লার দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব মোঃ ইসহাক। পবিত্র কোরআনের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ছাতিপট্টি জামে মসজিদের খতিব ও বিশিষ্ট মুফাসসির মাওলানা আব্দুল কাদের। তিনি বলেন, “একজন হাফেজ শুধু কোরআনের ধারক-ই নন, বরং একজন নৈতিক নেতৃত্বের প্রতীক। আমাদের সমাজকে আলোকিত করতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত অধ্যাপক মোঃ সারওয়ার আলম, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারেকুল আলম টুটুল, সদস্য মোঃ মিজানুর রহমান এবং দারুল এহসান জামে মসজিদের সভাপতি আবদুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিএনপির নেতা মোঃ জসীমউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ পলাশ, আলমগীর হোসেন পলাশ, মোঃ হাসান মিয়া, দারুল এহসান জামে মসজিদের খতিব হাফেজ মোঃ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তাঁদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। এই ধরনের আয়োজন ভবিষ্যত প্রজন্মকে ইসলামী শিক্ষার পথে উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানটি শেষ হয় মোনাজাতের মাধ্যমে, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো এক আবেগময় পরিবেশ, যা অংশগ্রহণকারীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *