জুন ২০, ২০২৫
Home » নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
1000000727

আব্দুস সালাম, নীলফামারী

মহান আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ‘শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে’ এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ১লা মে ২০২৫ জেলা প্রশাসন এর  আয়োজনে নীলফামারীর বিভিন্ন শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে এ অনুষ্ঠানটি উদযাপিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ আরিফ আল মামুন সহ-সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী শহর শাখা।
সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে কয়েক হাজার মানুষের একটি বিশাল শোভাযাত্রা অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল সহ সমাবেশে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমানের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জনাব মোঃ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি জনাব মোঃ মোহসিন অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা নায়েবে আমির জননেতা ডক্টর মোঃ খায়রুল আনাম উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নীলফামারী জেলা শাখা,জেলা বিএনপির সভাপতি জনাব আ খ ম আলমগীর সরকার, জেলা জামায়াতের সেক্রেটারি জনাব অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুজ্জামান মন্টু
উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নীলফামারী জেলা শাখা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নীলফামারী জেলা সভাপতি জনাব প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, এ্যাডভোকেট আলফরুক আব্দুল লতিফ উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নীলফামারী জেলা শাখা, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবু সোয়েম, পৌর বিএনপির সভাপতি জনাব মাহবুবুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, আহম্মেদ রায়হান প্রধান উপদেষ্টা রিক্সা ও ভ্যান শ্রমিক ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা, মোঃ নুরুল ইসলাম সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী সদর উপজেলা সহ অনেকে।
বক্তারা উত্তরা ইপিজেড সহ বিভিন্ন কল কারখানার শ্রমিকদের ন্যায্য মুল্যের দাবী তুলেন ও ইপিজেড এর শ্রমিকের সর্বনিম্ন মাসিক বেতন ২৫ হাজার টাকা করার দাবী তুলে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি অবগত করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব জোতি বিকাশ চন্দ্র রায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নীলফামারী। তিনি শ্রমিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুসের ভার্চুয়াল বক্তব্য শোনার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *