জুন ২০, ২০২৫
Home » প্রধান সড়কের বেহাল অবস্থা হওয়ায় জনদুর্ভোগ এই ভাবে দেবহাটার কুলিয়ায় 
IMG_20250503_191909

আবুল হাসান, স্টাফ রিপোর্টার 

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের আওতায় ব্রীজ পার হয়ে আশুমার্কে যাওয়ার পথে প্রধান সড়কের বেহাল অবস্থা। বৃষ্টি নাই বাদলা নাই প্রায় সময়ে পানি জমে রয়েছে। সেখানে প্রতিনিয়োত জনদুর্ভোগ বেড়েই চলেছে। ব্রীজ সংলগ্ন বাগদাও গলদা রেনু ব্যবসা দেদারসে চালিয়ে যাওয়াতে উক্ত রেনুর ব্যবহারের পানি পাশে খাল থেকে উঠানো হয়। এই পানি পরবর্তীতে খালে না ফেলে জনসাধারণের যাতায়াতের প্রধান সড়কে ফেলানোই পানি জমে দুর্ভোগ।এর ফলে সামান্যের জন এক ব্যবসায়ীর জীবন বেঁচে যায়।বহেরা এলাকা থেকে আশুমার্কে রোকনুরুজ্জামানের দোকানে যাওয়ার সময়ে বেহাল অবস্থায় থাকা স্থানে পৌছায়ে দোকানে যাওয়ার জন্য রাস্তা থেকে সাইকেল নিয়ে বাঁয়ে হেন্ডিল ঘোরানোর সময়ে দ্রত্যবেগে বড়ধরনের যানবাহন যায়।এর কয়েক সেকেন্ডের মধ্যে টেনে হেঁচড়ে লোডশেডিং মালবাহী সাইকেলটি সাইট করে।স্থানীয় কয়েকজন ব্যাক্তি দেখতে পেয়ে  দ্রত্য ঘটনা স্থলে যেয়ে উঠায়ে সাথে দোকানে নিয়ে যায়। কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে কোমরপুর যাওয়ার পথে মধ্যে নতুন মসজিদ সংলগ্ন ব্যবসায়ীর  বাড়িও তার নাম কামরুল ইসলাম।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *