জুন ২০, ২০২৫
Home » আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সাংবাদিক মো:আজগর আলী’র শোক জ্ঞাপন
1000111076
আরবি সাহিত্যের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব, রাবেতায়ে আদবে আলমে ইসলামী বাংলাদেশের ব্যুরো প্রধান,চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন
দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সাংবাদিক ও লেখক মো:আজগর আলী।
বিবৃতিতে মো:আজগর আলী বলেন, আজ আল্লামা সুলতান যওক নদভীর মতো দেশবরেণ্য ও সর্বজন শ্রদ্ধেয় প্রতিথযশা আলেমের ইন্তেকাল দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের জন্য  অপূরনীয় ক্ষতি হয়েছে।আল্লামা সুলতান যওক নদভী ছিলেন আলেম সমাজের ঐক্যের প্রতীক।তাঁর ইন্তেকালে দেশের আলেম সমাজ একজন পরম সম্মানিত অভিভাবক কে হারালো। আল্লামা সুলতান যওক নদভী ছিলেন একজন মুহাক্কেক আলেম।সব বিষয়ে তাহকিক এবং তাকরিরের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন। তিনি একাধারে একজন বিদগ্ধ  ইসলামী পণ্ডিত,হাদিস বিশারদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে  আরবি, উর্দু ও বাংলা ভাষায় বেশ কিছু অমূল্য কিতাবাদিও রচনা করেছেন। যে কোন কঠিন বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন। স্বভাবজাত বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। ইলমি জ্ঞান-জগতের নানা শাখা-প্রশাখায় তাঁর ছিল অবাধ বিচরণ।দেশ বিদেশের সকল মতের ব্যাক্তিদের সাথে ছিলো তার গভীর সম্পর্ক। তিনি তার প্রজ্ঞা ও বিচক্ষণতা দিয়ে যে কোনো মতের মানুষকে আপন করে নিতে পারতেন।আল্লামা সুলতান যওক নদভীরকে আজ আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি,এই মহান মনীষীর সহযোগিতা ও বদান্যতায় দেশের  অসংখ্য মাদরাসা শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন  স্বনামধন্য ইসলামি বিশ্ববিদ্যালয় গুলোতে অধ্যয়নের সুযোগ লাভ করেছে। যার ফলশ্রুতিতে দেশ ও জাতি পেয়েছে অসংখ্য ইসলামিক স্কলার।আমি মহান রাব্বুল আলামীনের দরবারে আল্লামা সুলতান যওক নদভীর জন্য জান্নাতের আ’লা মাকাম কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। উল্লেখ্য,আল্লামা সুলতান যওক নদভী শুক্রবার (২ মে) দিবাগত রাতে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *