জুন ২০, ২০২৫
Home » শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
PIC 29292929(29)

মো: কায়সার উদ্দিন,

সিনিয়র স্টাফ রিপোর্টার:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কের
বাইটকামারী এলাকায় শনিবার (৩ মে) রাতে নালিতাবাড়ী-নাকুগাঁও
স্থলবন্দর মহাসড়কের রাস্তার ওপর অর্ধেক সড়ক জুড়ে থাকা খড়ের গাদাকে
পাশ কাটাতে গিয়ে পাথর বোঝাই ড্রাম ট্রাকের চাপায় তজুমুদ্দিন
তারা (৪০) নামে এক অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে আরও পাঁচজন যাত্রী আহত
হয়েছেন। নিহত তজুমুদ্দিন তারা (৪০)নালিতাবাড়ী উপজেলার গেরামারা
এলাকার ওমেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ মে) শেরপুরের নালিতাবাড়ী
উপজেলার নাকুগাঁও বন্দর থেকে একটি ড্রাম ট্রাক পাথর বোঝাই করে
ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ৯টার দিকে ড্রাম ট্রাকটি নালিতাবাড়ী-
ঢাকা মহাসড়কের বাইটকামারী এলাকায় পৌঁছলে রাস্তার ওপর অর্ধেক
সড়ক জুড়ে থাকা খড়ের গাদাকে পাশ কাটাতে যায় চালক। এমসময়
বিপরীত থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ
হয় ড্রাম ট্রাকটির। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং
চালক তজুমুদ্দিন ছিটকে রাস্তায় পড়ে গেলে তার মাথার উপর দিয়ে
ট্রাকের চাকা চলে যায়। এতে মাথা সম্পূর্ণরূপে থেতলে গিয়ে
ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশা চালক তজুমুদ্দিন তারার। এসময়
অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রী আহত হন। দুর্ঘটনায় বিকট শব্দে
স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়।
আফাজ উদ্দিন নামে আহত একজনের অবস্থা অবনতির দিকে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ
মেডিকেল করেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সুহেল
রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স
পাঠাই। ঘটনাস্থল থেকে তজুমুদ্দিন তারার মরদেহ উদ্দার করে থানায় নিয়ে
আসা হয়। ট্রাকচালক ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে ও ট্রাকটি

আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায়
নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *