জুন ২০, ২০২৫
Home » সততা, আন্তরিকতা ও উন্নয়নের প্রতীক”—বুড়িচং প্রেসক্লাবের বিদায় সংবর্ধনায় ইউএনও সাহিদা আক্তার
IMG-20250503-WA0029 (1)

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার 

কুমিল্লার বুড়িচং উপজেলার সফল ও প্রশংসিত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তারকে বদলিজনিত বিদায় উপলক্ষে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনার আয়োজন করেছে বুড়িচং প্রেসক্লাব। শনিবার (৩ মে) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে ইউএনও সাহিদা আক্তারের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও সাহিদা আক্তার, যিনি বুড়িচংয়ে দায়িত্ব পালনকালে উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবায় রেখে গেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বক্তারা তাঁকে “দক্ষ প্রশাসক, মানবিক মানুষ ও উন্নয়নবান্ধব কর্মকর্তা” হিসেবে অভিহিত করে বলেন, “ইউএনও সাহিদা আক্তার তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ দিয়ে উপজেলাবাসীর হৃদয় জয় করেছেন। তাঁর সময়েই বুড়িচংয়ে দৃশ্যমান হয়েছে উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক শৃঙ্খলা ও জনবান্ধব সেবা।”

ইউএনও’র আবেগঘন প্রতিক্রিয়া:

বিদায়ী ইউএনও সাহিদা আক্তার সংবর্ধনায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

বুড়িচংয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও সদাচরণ আমার কাজকে সহজ করে তুলেছে। এই জায়গার মানুষের ভালোবাসা ও সম্মান আমার কর্মজীবনের অনন্য প্রাপ্তি। আমি সবসময়ই এই স্মৃতি বুকে ধারণ করে রাখবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ, কিবরিয়া প্রমুখ।

স্মারক প্রদান ও সম্মাননা:

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও সাহিদা আক্তারকে আনুষ্ঠানিকভাবে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সম্মাননা তাঁকে তাঁর কার্যকালীন অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাঁরা সবাই বিদায়ী ইউএনও’র প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মস্থলের জন্য শুভকামনা জানান।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *