জুন ২০, ২০২৫
Home » ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নিঃশর্ত মুক্তি দাবিতে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন
1000023089

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 57;

মোঃ ইমরান ইসলাম, জেলা প্রতিনিধি

৪ তারিখ রোজ রবিবার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফউল ইসলাম লিটন , আমন্ত্রিত অতিথি ছিলেন ১০ ইউনিয়নের বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ভাগ্নে, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃস্বার্থ মুক্তির দাবিতে ডিমলা উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত হয়,  উনার মুক্তির জন্য গণজোয়ার তুলে এবং মিছিল বের হয়।

প্রধান অতিথির ভাষণে মনোয়ার হোসেন বর্তমান দেশের চলমান রাজনৈতিক অবস্থা এবং ডিমলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিএনপি’র ভূমিকা ও করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন বক্তব্য প্রদান করেন । আগামীতে বিএনপির সকল নেতাকর্মীকে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *