জুন ২০, ২০২৫
Home » কাজিপুর চরান্চলের আলহাজ্ব ফারহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন 
oplus_2

oplus_2

 মোঃ পলাশ শেখ, বিশেষ প্রতিনিধি 
 ২৪ এপ্রিল সকাল ১১ টায় সিরাজগঞ্জের কাজিপুরের আলহাজ্ব ফরহাদ আলীমেমরিয়াল ডিগ্রী কলেজে কেন্দ্র পূর্ণ বহালের দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী বনাম মনসুর  নগর সড়কের  কুমারিয়া বাড়ি  বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে ছাত্র-ছাত্রী- অভিভাবক,এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় দেড় সহস্রাধিক  লোক উপস্থিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে  নেতৃবৃন্দ তাদের বক্তব্য, শফিকুল রহমান মাস্টার,ইউপি সদস্য আব্দুল মান্নান, বাবুল সরকার,আনোয়ার কবির বাবলু  প্রমুখ।
 উল্লেখ করেন গত ২০১৪ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর  বিগত বছরগুলোতে  কেন্দ্রটিতে সুষ্ঠুভাবে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলাকালীন অবস্থায়  অজ্ঞাত তো কারণে উদ্বোধন কর্তৃপক্ষ গত ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থগিত ঘোষণা করে। ২০২৫  সালে উক্ত কলেজ কেন্দ্রটিতে প্রায় ৬৮১জন পরীক্ষাত্রী পরিক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে এবং ফরম ফিলাপ করেছে। এদিকে যমুনা নদী দ্বারা পূর্ব – পশ্চিমে বিভক্ত এই কেন্দ্র উপজেলা  সদর থেকে ২৭ কিলোমিটার পূর্বে  অবস্থিত। চলতি ২০২৫ সালে পরীক্ষার্থীদের এই কেন্দ্রে পরীক্ষা দিতে না পারলে পারলে পুরুষ পরীক্ষার্থী তো বটেই নারী  পরীক্ষার্থী দের ব্যাপক হয়রানি শিকার  হতে হবে। কেননা  ভাঙ্গন কবলিত  কাজিপুর সদরে  তেমন কোন আবাসন ব্যবস্থা নাই।এমতাবস্থায় আসছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায়  দীর্ঘ প্রায় দুই মাস যাবৎ  পরীক্ষা দিতে হলে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ করে মহিলা শিক্ষার্থীদের ব্যাপক আর্থিক ক্ষতির পাশা পাশি হয়রাণীর আশঙ্কা রয়েছে। যমুনা নদীর ভাঙ্গন কবলিত গরিব জনপদের এই মানুষজন তাদের  সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা  ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য  কেন্দ্রটি পূর্ণবহালের দাবি জানিয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *