জুন ২০, ২০২৫
Home » পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব 
1000030416
মার্শাদুল ইভেন, পঞ্চগড়
পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।  সোমবার সকালে পঞ্চগড় স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে  নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন  উপলক্ষ্যে এই ক্রীড়া উৎসব আয়োজন করে ক্রীড়া অফিস। উৎসবে  ফুটবল, দৌড়, বিস্কিট দৌড়, গান, নৃত্য, কবিতা আবৃত্তি সহ ১৪ টি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রতিবন্ধি বিদ্যালয়ের ৮৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশ গ্রহণ করে। পরে দুপুরে অংশ নেয়া সকল শিশুদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রেখে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রিড়া অফিসার আবুল হাসেম ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *