
মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে একমাস ব্যাপী চলছে শিল্প ও বাণিজ্য মেলা, দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারি প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জ বাজার স্টেশন সাত মাথা শহীদ মিনার সংলগ্ন শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয় মেলাতে হরেক রকমের দোকান বাচ্চাদের খেলার সামগ্রী লেডিস আইটেম জামাকাপড় জুয়েলারী খাবার আইটেম নানা রকম বাহারী কাশমেরী চাটনী ও আচার মেয়েদের জুতা থ্রী পিচ অনপিচ ঘরসাজানো আসবাপ পত্র ইত্যাদী আইটেম,দোকান মালিকদের সাথে কথা বলে জান্তেপারি প্রতিবারের তুলনায় এইবার বেচা কেনা খুবই কমহচ্ছে মানুষ মেলাতে কম আসছে বেচা বিক্রি কমহওয়ার কারনে সকল ব্যাবসায়ীদের লসের মুখেপরতে হচ্ছে তাই দোকান মালিকদের চাওয়া মেলার সময় একসপ্তাহ বারানো মেলা সকাল ৯ টা থেকে রাত ১০ পর্যন্ত চলমান।