জুন ২০, ২০২৫
Home » দক্ষিণ মহিমাপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয় ও চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় নিধারিত সময় আগে বন্ধ করে চলে যান শিক্ষকরা
1000074869 (1)
মোঃ পলাশ শেখ, বিশেষ প্রতিনিধি 
সিরাজগঞ্জ জেলা কাজিপুর উপজেলা ৮১ নং দক্ষিণ মহিমাপুর সরকারি  প্রাথমিক শিক্ষা বিদ্যালয় গিয়ে  দেখা যায়। নিধারিত সময় হওয়ার আগেই ৮১ নং দক্ষিণ মহিমাপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২.৩০ মিনিটে গিয়ে দেখা যায়, বন্ধ  রেখে চলে যায় শিক্ষকরা।
৯০ নং চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২. ০০ মিনিটে বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ তারা প্রতিদিন সময় হওয়ার আগে স্কুল থেকে চলে যায়। এই বিষয় কাজীপুর উপজেলার  শিক্ষা অফিসার  মোঃ হাবিবুর রহমান বলেন, সময় হওয়ার আগে  বিদ্যালয়  শিক্ষক গুলো, আগে চলে যায়, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে । পাঠদানের বিষয়ে চরাঞ্চলের বিদ্যালয়গুলোর প্রতি দৃষ্টি রাখা হবে। অবহেলিত চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে  শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিয়মিত ক্লাস করছেন কি না তদারতী  জন্য অনুরোধ করে এলাকার সচেতন নাগরিক।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *