জুন ২০, ২০২৫
Home » পঞ্চগড় সরকারী মহিলা কলেজে দেলোয়ার হোসেন প্রধান অধ্যক্ষ হিসেবে পদায়ন, প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
1000030591
Even Hossain
পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড় সরকারী মহিলা কলেজে দেলোয়ার হোসেন প্রধান অধ্যক্ষ হিসেবে পদায়ন প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (০৬ মে) সকাল ১০ টার সময় পঞ্চগড় সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে  কর্মসুচী পালন করে তারা।
এসময় শিক্ষার্থী বলেন,ফ্যাসিস্ট হাসিনার দোষর দেলোয়ার হোসেন প্রধান এর আগে তিনি মকবুলার সরকারি কলেজে অধ্যক্ষ থাকা কালিন সময়ে বিভিন্ন অনিয়ম করায় তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডে বদলী করা হয়। হঠাৎ করে তাকে পঞ্চগড় সরকারী মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় আমরা এই অনিয়ম কারি অধ্যক্ষের  প্রত্যাহার করার দাবী জানান।
দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *