জুন ২০, ২০২৫
Home » তীব্র তাপে পুরছে ফুলতলা খুলনা বিভাগ
IMG-20250512-WA0008

শেখ শহিদুল ইসলাম মিঠু, ব্যূরো প্রধান খুলনা 

 তীব্র তাপে পুড়ছে ফুলতলা খুলনা বিভাগ, তাপ প্রবাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে বৈদ্যুতিক পাখা চালিয়েও যেন শরীর ঠান্ডা হচ্ছে না,
দেশের মধ্য শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনা বিভাগের মধ্য চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস, এর আগের দিনেও শুক্রবার এ অঞ্চলে দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ‌২ ডিগ্রী সেলসিয়াস, যা একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে দশমিক 8 ডিগ্রী সেলসিয়াস, একইভাবে
 খুলনা যশোর সাতক্ষীরা খুলনা কয়রা ও সাতক্ষীরা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে,
খুলনা সহকারি আবহাওয়াবিদ মোঃ মিজানুর রহমান বলেন, শনিবার দুপুর তিনটার পর দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২° সেলসিয়াস, এছাড়া যশোর ৪০ দশমিক ২ ডিগ্রী খুলনায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি মংলায় ৩৯° সাতক্ষীরায় ৩৯ ডিগ্রি ও কয়রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়,
এর আগের দিন অর্থাৎ (৯ মে) খুলনায় ৩৯ ডিগ্রী যশোরে ৩৯ দশমিক.৮ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৯ দশমিক.২ ডিগ্রি এবং মংলা ও কয়রায় ৩৮. দশমিক ‌৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ওই আবহাওয়াবিদ আরো বলেন, এই তাপ প্রবাহ আরো একদিন অব্যাহত থাকতে পারে,
এদিকে ঢাকা ও চুয়াডাঙ্গা ছাড়াও দেশের বেশ কিছু জেলায় তাপমাত্রা গতকাল শনিবার ৪০ ডিগ্রিতে ওঠে, এরমধ্য রাজশাহীতে ৪০ দশমিক ৭ মানিকগঞ্জের আরিচায় ৪০ ফরিদ‌পুরে‌ ৪০ এবং টাঙ্গাইলে ৪০ দশমিক ১ ‌ডিগ্রি সেলসিয়াস
আবহওয়া অফিসে তথ্য মতে ২০২৪ সালে ৩০ এপ্রিলে দেশে ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস য়া‌ গত ৫২ বছরের মধ্যে রেকর্ড ছিল, এই দিনে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৫ ডিগ্রী ও চুয়াডাঙ্গায় ৪৩. দশমিক,৭ ডিগ্রি সেলসিয়াস
অপরদিকে ফুলতলা খুলনা বিভাগে অতি তাপপ্রবাহে এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, ভ্যাপসা গরমে ,
নাভিশ্বাস উঠেছে জনজীবনে দিন এবং রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য নেই দিনের আলো ফোটার পর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিবেশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর ও প্রকট হচ্ছে রোদের উত্তাপ, আবার সন্ধ্যার পর ব্যবসা গরমে পরিস্থিতি আরো ও জটিল করে তুলছে, তীব্র হচ্ছে গরমের অনুভূতি,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *