জুন ২০, ২০২৫
Home » পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী শিব- সত্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
FB_IMG_1747051020788~2

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক,পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, যুবদল নেতা ইমরান হোসেনসহ ১২নেতা-কর্মীর নামে চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও দখলবাজ-চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা সদরে ব্যানার-প্লাকাড নিয়ে হাজারো প্রতিবাদী নারী-পুরুষ  মানববন্ধন কর্মসূচি’তে যোগ দেয়। পরবর্তীতে  বিক্ষোভ মিছিল সহকারে পৌরসভা চৌরাস্তা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা  সাবেক দু’সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামানকে জড়িয়ে অভিযোগ করেন এক সময়ের সন্ত্রাসী মৃনাল বাহীনির নেতা  সত্যজিৎ-শিবপদ  উপজেলা বিএনপি’র এক শীর্ষ নেতার আশ্রয় ও ইন্ধনে এ হয়রানী মূলক মামলাটি করেছেন।  এতে সহযোগীতা করেছেন লতার দখলবাজ এক নেতা আবু মুছা। বক্তারা আরোও অভিযোগ করেন  এ বাহিনী সবুজ মৎস্য খামারের ৭শত বিঘার চিংড়ি ঘের দখল করতে ব্যর্থ হয়ে চেয়ারম্যান এসএম এনামূল হক, আসলামসহ ১২ নেতা-কর্মীর নামে এ মামলা করছেন।
বক্তারা আরো বলেন  ১/১১ এর প্রেতাত্মা মুখোশ ধারী ও তার অনুসারীরা উপজেলার বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করায় বিএনপির তৃণমূলের ত্যাগী নেতা কর্মীরা বিভ্রান্তকর পরিস্থিতির শিকার হচ্ছে।
 এছাড়া   শ্রমিকলীগ
 নেতা অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড স্বপ্নীল’কে  পুলিশ গ্রেপ্তার করলে তাকে ছাড়ানোর জন্য বিএনপি’র শীর্ষ নেতার তদবীরসহ দখলবাজ-সন্ত্রাসী কর্মকান্ডের কারনে বিএনপির তৃনমুল নেতা-কর্মীরা বিভ্রান্তী পড়েছেন। সমাবেশে এসব চিহ্নিত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করা হয়।
জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ইউনুছ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, সম্মেলন প্রস্তুত কমিটির ১ নং যুগ্ম আহবায়ক  তৌহিদুজ্জামান মুকুল, সাংবাদিক আব্দুল গফুর, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, পৌর কাউন্সিলর বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ব্যবসায়ী শিবপদ মন্ডল, ব্যবসায়ী রেজাউল পাহাড়, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, শিক্ষক জয়দেব কুমার রায়, যুবদল নেতা  ফয়সাল রাশেদ সনি, ছাত্র নেতা সাদ্দাম হোসেন, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উপস্থিত ছিলেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *