জুন ২০, ২০২৫
Home » ভারতের পুশইন ৭৮ জনের ৭৫ জনকে শ্যামনগর থানার মাধ্যমে পরিবারে হস্তান্তর 
1000021174

রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি থেকে ভারতের বিএসএফ’ এর জোরপূর্বক পুশ-ইন করা ৭৮ জন মুসলিমের মধ্যে ৭৫  ব্যক্তিকে শ্যামনগর থানার মাধ্যমে পরিবার ও জিম্মাদারের নিকট হস্তান্তর করা হয়েছে।

গত (৯ই মে) শুক্রবার ভারতের বিএসএফ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে তাদের নামিয়ে দেয়। পরে তারা ফরেস্ট স্টেশনে গিয়ে আশ্রয় নেন।

পরে কোস্টগার্ড তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে। তথ্য যাচাই-বাছাই করে আজ (১২ই মে) সোমবার তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
শ্যামনগর থানা সুত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের গুজরাটের বিভিন্ন বস্তিতে বসবাস করতেন। বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে না পারায় তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তাদের দাবি। এদের মধ্যে ৩ জন বাংলাদেশী বংশোদ্ভূত তবে জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ায় কোস্টগার্ড কতৃক অত্র থানায় একটি নিয়মিত মামলা রজ্জু করেছে, মামলা নং- ১৫, ধারা ৪,
পুশইন হওয়া মোট ৭৮ জনের মধ্যে নড়াইল জেলার ৬৫ জন, সাতক্ষীরার ১ জন, ঢাকার ১ জন, বরিশাল ১, যশোর ২, খুলনার ৭ ও শরিয়তপুর জেলার ১ জন বলে শ্যামনগর থানা প্রেস রিলিজে উল্লেখ করেছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *