জুন ২০, ২০২৫
Home » মায়ের ভালোবাসা 
1000036917 (2)

আহমেদ শাহরিয়ার নুসরাত জাহান (খুশি)

মা ডাকটি অতি মধুর জেনে রেখো ভাই ;
মায়ের মতো আপন কেহ এই ভুবনে নাই!
মা ডাকটি অমৃত সুধা, চিরস্মরণীয় বানী,
তাহার মাঝে খুঁজে পাই শান্তির গভীর খনি!
তুমি আমার প্রথম শিক্ষক, প্রথম জীবনের পাঠ,
তুমি শিখিয়েছো ভালোবাসা,  চলার সহজ পথ!
তুমি আমার এই পৃথিবী, আমি তোমার বায়ূ,
তোমার সাথে যুক্ত হোক আমার অর্ধেক আয়ূ!
মা তুমি শ্রেষ্ঠ,  তুমি ধ্রুবতারা তোমায়
দিয়েই হয় – জীবনের সূর্যোদয়,
মা যে কেবল মা’ই নয়,  তিনি এক আশ্রয়
মা তুমি আকাশের মতো বিস্তৃত বিশালময়!
মা বলতে বোঝে না কেউ,  যত না বুকে ব্যথা
তাহার নিঃশ্বাসে মিশে থাকে সন্তানের কথা
মা তোমার বয়স বাড়ে,  তুমি না বদলাও–
ব্যস্ততায় ঘেরা, তবুও তোমার ভালোবাসা বেহিসাব করা!
মা তুমি আমার আত্মার আলো,  মা তুমি’ই বিশ্বাস
তোমার ভালোবাসায় হেরে যায়, এই পৃথিবীর ইতিহাস!
মা তুমি নিঃশব্দে গড়ে ওঠা জীবনের এক ছায়া,,
মা তুমি’ই আমার জীবনে একমাত্র মায়া!
মা তুমি আমার কল্পনা,  তুমি স্বপ্ন ভালোবাসা,
তোমার জন্য এই পৃথিবীতে আমার হলো আশা!
” মা তুমি’ই পৃথিবীর সেরা ডাক্তার –
   চেহারা দেখেই বলে দিতে পারো, কি হয়েছে আমার”!
কৃতজ্ঞতাঃ
মোছাঃ শামসুন্নাহার- ম্যানেজার (জনতা ব্যাংক)
মোছাঃ মাজেদা খাতুন –  স্বাস্থ্য সহকারী (পরিবার পরিকল্পনা অধিদপ্তর)!
এ,এস কুলসুম নাহার- সমাজ সেবিকা!
নাজমা শেখ – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ( যুগ্ম-সচিব)
রওশন আরা হক বানু- শিক্ষানাবিশ কেন্দ্র ব্যবস্থাপক (গ্রামীণ ব্যাংক)
সাদেকা ফেরদৌস – ম্যানেজার (জনতা ব্যাংক)
দুলালী আখতার – ব্র্যাক শিক্ষা প্রোগ্রাম কর্মসূচি,
 সুলতানা ফেরদৌস – বিবিএ
পিয়ারী বেগম – বিবিএ,
উৎসর্গঃ আপসহীন নেত্রী,  বেগম খালেদা জিয়া- চেয়ারপার্সন,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *