জুন ২০, ২০২৫
Home » পাবনার চাটমোহরে সিএনজির ধাক্কায় একজন মুসল্লী নিহত
1000194558

এম এ  জিন্নাহ, চাটমোহর, পাবনা

পাবনার চাটমোহরে নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজির ধাক্কায় মোঃ আজিমুদ্দিন মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া গ্রামের মৃত হারান মোল্লার ছেলে।
বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে চাটমোহর পৌরসভার মধ্যশালিখা মহল্লায় এই দুর্ঘটনা হয়। স্থানীয় মুসল্লীরা জানান, মধ্য শালিখা জামে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে মহাসড়ক পার হচ্ছিল আজিমুদ্দিন। এসময় ভাঙ্গুড়া থেকে চাটমোহরগামী সিএনজির সাথে ধাক্কায় রাস্তায় লুটিয়ে পরে তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে বিকাল সাড়ে তিনটার দিকে তিনি মারা যায়।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *