জুন ২০, ২০২৫
Home » গাজীপুরের কাশিমপুরে Tapentadol ট্যাবলেট সহ ২ জনকে আটক
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকা থেকে ৩১/৫/২০২৫ রাত ৩ ঘটিকার সময় ১৪০০(এক হাজার চারশত)পিস নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

কাশিমপুর থানার এসআই(নিঃ)/মোঃ আরিফ হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় কিলো-৪নাইট ডিউটি করাকালে ৩১/৫/২০২৫  ইং রাত ৩ ঘটিকার সময় জিএমপি,কাশিমপুর থানাধীন মাধবপুর সাকিনস্থ ওয়াপদা রোডের মাথায় পাঁকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে আসামী ১) সোহানুর রহমান সোহান (২৬), পিতা- আব্দুল সালাম,মাতা-মোসা:সাহিদা খাতুন।২)লিপা আক্তার (২৫),পিতা-বিনা,মাতা মৃত জমিলা বেগম,স্বামী মো:সোহান, উভয় সাং লক্ষীখোলা থানা- মুক্তাগাছা,জেলা ময়মনসিংহ, এ/পি সাং দক্ষিন কমলেশ্বর (জাফরিন এর বাড়ীর ভারাটীয়া),থানা-গাছা,গাজীপুর মহানগর, গাজীপুরদ্বয়কে আটক করিয়া তল্লাশিকালে তাহাদের হেফাজত হইতে মোট ১৪০০(এক হাজার চারশত) পিস নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট ও বিক্রয়লব্ধ বিভিন্ন মূল্যমানের মোট ১১০০( এক হাজার একশত) টাকা সহ জব্দ করেন।

এ বিষয় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুজ্জামান মনির জানান, আসামীদের বিরুদ্ধে মামলা নং ২৮,তারিখ ৩১/৫/২০২৫ ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (৩৬)১ এর সারণি ২২/৪১ ধারা রজু করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *