
দল বদলেছে, নাম বদলেছে, বক্তৃতার সুর বদলেছে—কিন্তু বিএনপির ভেতরকার আত্মা কি বদলেছে? দেশের রাজনীতির বিশ্লেষকদের একাংশ বলছেন, বিএনপির শরীরে আজও ঘুরে বেড়ায় আওয়ামী লীগের পুরনো প্রেতাত্মা। মাঝে মাঝে দলীয় সিদ্ধান্ত, নেতৃত্বের ভাষা, এমনকি কর্মসূচিতে সেই প্রেতাত্মার ছায়া স্পষ্ট। ময়মনসিংহ -১০ গফরগাঁও উপজেলা ১নং রসুলপুর ইউনিয়নে কিছু বিএনপি’র নেতাদের শরীরে আজও হাঁটে আওয়ামী লীগের প্রেতাত্মা।
এক সময়ের আওয়ামী লীগপন্থী কিছু নেতা বিএনপি’র নেতাদের সাথে অর্থের বিনিময়ে বিএনপির নেতৃত্বে জায়গা করে নিয়েছেন এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফলস্বরূপ, ‘বিকল্প রাজনীতি’ গড়ার বদলে দলটি বারবার সেই পুরনো পথেই হেঁটে চলেছে—যার বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপির জন্ম হয়েছিল।
পলিটিক্যাল থিয়েটারে বিএনপির কৌশল আজ যেন পুরনো আওয়ামী নাটকেরই পুনঃমঞ্চায়ন। কেউ কেউ বলছেন, বিএনপির মুখে বিরোধিতার ভাষা থাকলেও, অন্তরে গেঁথে আছে সেই একই শাসক-মানসিকতা, যাকে তারা ঘৃণা করার কথা বলে জনতার সামনে দাঁড়ায়।
তৃণমূলের অনেক কর্মী হতাশ। তারা প্রশ্ন করছেন, “যদি আওয়ামী লীগকেই অনুকরণ করতে হয়, তবে আমরা ভিন্নতা কোথায় খুঁজব?” রাজপথে কণ্ঠ উঁচিয়ে যারা পরিবর্তনের ডাক দেয়, তারাই ভেতরে ভেতরে বদলের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ালে—সেই দলের ভবিষ্যৎ কেমন হবে?
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপির সামনে এখন দুটি পথ—একদিকে আত্মসমালোচনার সাহস নিয়ে নিজস্ব দর্শন প্রতিষ্ঠা, অন্যদিকে অনুকরণে ডুবে গিয়ে আওয়ামী লীগের ছায়া হিসেবেই হারিয়ে যাওয়া।