জুন ২০, ২০২৫
Home » কবিতা একুশের কথা মিতা মল্লিক,
 মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধি
বাঙালির বুকে ফাগুন মাসে অনুভব হয় আনন্দ -ব্যথা
বর্তমানের সাথে অতীতের কিছু জড়িয়ে আছে একুশের কথা । ২১শেরফুল গুলো বড়ই অদ্ভুত – বড় আশ্চর্য রক্তের মতো টুকটুকে লাল বাঙালির বুকে স্মৃতি থাকবে চিরকাল। ফুল ফোঁটে শাখায়- শাখায় একা এবং জোড়া-জোড়া অদ্ভুত ফুলগুলো হলো কৃষ্ণচূুড়া বাঙালির ফুল নিয়ে যায় শহীদ মিনারে, আনন্দ কষ্ট হাসিমুখে শহিদ্দের স্মরণে। এদিন বড়গর্ভ বড় আশা কারণ এদিনে পেয়েছি মায়ের মুখের ভাষা। একুশে ফেব্রুয়ারি আসতেই আনন্দে ভরে ওঠে প্রাণ গ্রামের শহরের সকাল- সকাল শুরু হয় প্রভাত ফেরির গান।
ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়  ১০ম শ্রেনী ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *