
মোঃ আলা উদ্দিন, উপজেলা প্রতিনিধি
লামা উপজেলার অন্তর্গত ইয়াংছা টাওয়ারের অবস্থা খুব আশংকা জনক। কারেন্ট গেলে কেন নেটওয়ার্ক যায় ? ইয়াংছা টাওয়ারের আওতায় আনুমানিক ১০ হাজারের উপরে রবি এয়ারটেল গ্রাহক রয়েছে। টাওয়ারটির উচ্চতা ও পরিবেশ ঠিক থাকলেও নেটওয়ার্কর ক্ষেত্রে গিয়ে বিপরীত । কোন রকম একদিনে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি হলে ইয়াংছার নেটওয়ার্ক কানেকশন আর পাওয়া যায় না।মোবাইল ব্যবহারকারীরা এই টাওয়ারের প্রতি ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সমালোচনা করে। টাওয়ারটি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই টাওয়ারের কারণে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সিম কোম্পানিগুলো গ্ৰাহকরাও নেটওয়ার্কের দিকে তাকিয়ে বিভিন্ন ডিভাইস মোবাইল,লেফটফ,কম্পিউটার , ইত্যাদি নিয়ে সিম গুলো চালিয়ে আসছে। কিন্তু বৃষ্টি হলেই ইয়াংছার প্রতিটি মোবাইল যেন অচল হয়ে পড়ে। কিছু কিছু সচেতন মহলের গ্ৰাহকরা ইয়াংছা এরিয়া পার হলে 4G নেটওয়ার্ক কানেকশন পায় । নেটওয়ার্কের দিকে কেন এতোই পিছিয়ে আছে এই ইয়াংছা । টাওয়ারটির কতৃপক্ষের কোন পদক্ষেপ না নেওয়াতে ক্ষেপে যায় সাধারণ গ্ৰাহকরা।যত দ্রুত সম্ভব ইয়াংছা টাওয়ারের নেটওয়ার্ক কানেকশন যাতে প্রতিটি টাওয়ারের মতো হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে অনুরোধ জানানো হয়েছে সাধারণ গ্ৰাহকদের পক্ষ থেকে। অন্যতায় ভেঙ্গে গুড়িয়ে দিবে এই ১০হাজার মোবাইল গ্ৰাহকরা আপনাদের এই টাওয়ার ।