প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৫, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
সু শৃঙ্খল পরিবেশে বিতরণ হচ্ছে নাজিরহাট পৌরসভায় ভিজিএফ কার্ডের চাউল
![]()
মো:আজগর আলী ,ফটিকছড়ি
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় সুশৃঙ্খল পরিবেশে বিতরণ হচ্ছে দুস্থ অসহায় মানুষের মাঝে ভিজিএফ কার্ডের চাউল।
আজ ৩জুন (সোমবার) সকাল ১০ঘটিকা থেকে নাজিরহাট পৌরসভার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ১০কেজি হারে চাউল বিতরণ করা হচ্ছে।আগামীকাল ৪জুন (মঙ্গলবার) ৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডেও ভিজিএফ কার্ডধারীদের মাঝে সমপরিমাণে চাউল বিতরণ করা হবে।দুদিনে সর্বমোট ১৫৪০ জন কার্ডধারী এচাউল পেয়ে থাকবেন।আজ সকালে নাজিরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো:নুরুল আবছার দৈনিক মানবাধিকার প্রতিদিনকে বলেন এ বছর আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভিজিএফের কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করতে পারছি।তিনি নাজিরহাট পৌরসভা সর্বসাধারণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই প্রথম নাজিরহাট পৌরসভায় দল,মত নির্বিশেষে সবার মাঝে সবার সহযোগিতায় সুন্দর পরিবেশে সর্বসাধারণকে সেবা দিতে পেরে শুকরিয়া আদায় করছি।উপস্থিত কার্ডধারীদের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন আলহামদুলিল্লাহ নাজিরহাট পৌরসভার সেবায় আমরা আনন্দিত।ঘটনাস্থলে উপস্থিত নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামসুল আরেফিন আরিফ মানবাধিকার প্রতিদিনকে বলেন এই প্রথম নাজিরহাট পৌরসভা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা ও সমন্বয় করার মধ্য দিয়ে সেবা প্রদান করছে নাজিরহাট পৌরসভা। এধরণের উদ্যোগকে আমরা স্বাগত জানায়।অন্যান্য রাজনৈতিক দলের সাথে সেবা প্রদানের ক্ষেত্রে সমন্বয় হচ্ছে কি-না জানতে চাইলে জামায়াত সেক্রেটারি শামসুল আরেফিন আরিফ বলেন নাজিরহাট পৌরসভায় বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি,এনসিপি,গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে আমরা নাজিরহাট পৌরসভার সেবার মানকে নাজিরহাট পৌরবাসীর দুয়ারে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Design and Developed by: Manobadhikar IT