জুলাই ১২, ২০২৫
Home » গাজীপুরের কালিয়াকৈরের নতুন কমিটি বাতিল ও পারভেজ আহমেদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও বিক্ষোভের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার জেরে গত রবিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক হন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য হেলাল উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
গতকাল সোমবার সকাল ৮টার দিকে হেলাল উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করে ছেড়ে দেয় পুলিশ। তবে পারভেজ আহমেদ এখনও পুলিশের হেফাজতে রয়েছেন। গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ফারুক বলেন, উল্লেখিত দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ থাকায় তাদের আটক করা হয়েছিল। হেলাল উদ্দিনকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা বিএনপি সম্প্রতি উপজেলার আগের কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
নতুন কমিটি ঘোষণার পর উপজেলা পর্যায়ে তীব্র অসন্তোষ দেখা দেয়। কালিয়াকৈরের সফিপুর বাজারে নতুন কমিটি বাতিলের ও পারভেজ আহমেদের মুক্তির দাবিতে সোমবার রাতেই ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ন-সম্পাদক মোঃ আশিক সিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় আশিক সিকদার  বলেন,
বিএনপির তৃণমূলের কণ্ঠস্বর ত্যাগীদের প্রাপ্য সম্মান ফেরত চাই।
ত্যাগের অগ্নিপরীক্ষা দিয়ে জীবন বাজি রেখে যাঁরা বিএনপিকে ভালোবেসে আঁকড়ে রেখেছেন, আজ তৃণমূলের সেইসব রক্তঘাম ঝরানো নেতা-কর্মীরা পদ ও সম্মান থেকে বঞ্চিত।
আমাদের সংগঠনে এমন কিছু নেতা আছেন, যাঁরা নিজেদের স্বার্থ না দেখে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে গেছেন সংগঠনের জন্য। তাঁদেরই দুই উজ্জ্বল নাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। তাঁরা ছিলেন এবং এখনো আছেন দলের প্রতিটি আন্দোলন ও সংকটে।
তিনি আরো বলেন, আমরা দাবি জানাই এই ত্যাগী নেতাদের যথার্থ সম্মান, প্রাপ্য স্বীকৃতি ও নেতৃত্বে ফিরে আসার সুযোগ দেওয়া হোক,
দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আহ্বান তৃণমূলের কণ্ঠস্বর শুনুন। এই ত্যাগের মূল্য দিন। ন্যায়বিচার করুন। পারভেজ আহমেদ উনারা শুধু ব্যক্তি নন, তারা এক একটি প্রতিষ্ঠান।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *