
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
: পাইকগাছায় যোগদান করেছেন নবাগত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। এ উপলক্ষ্যে গতকাল সকালে আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজন করা হয় মিট টুগেদার অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগদানের প্রথম দিনেই আইনজীবীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। এর আগে তিনি ঝিনাইদহের সদরে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আককাছ আলি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী জজ মোঃ কামরুজ্জামান। বক্তৃতা করেন, সিনিয়র আইনজীবী কিশোরী মোহন মন্ডল, সাবেক সভাপতি অজিত কুমার মন্ডল, পংকজ কুমার ধর, শফিকুল ইসলাম কচি, এফএমএ রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক সুকান্ত রায়, দীপঙ্কর কুমার সাহা, রেহানা পারভীন, রেখা রানী ও সাইফুল ইসলাম সুমন। অনুষ্ঠানে উপকূলীয় এ জনপদের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ ও সিনিয়র সহকারী জজ মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে আইনজীবী সমিতির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন