জুলাই ৮, ২০২৫
Home » পাইকগাছায় সাংবাদিকদের সাথে বিএনপি আহ্বায়কের ঈদ পুনর্মিলনী

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)

পাইকগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও কপিলমুনিতে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের উদ্যোগে তার নিজস্ব বাস ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করে আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী প্রমুখ। এসময় জেলা যুবদলের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হুরাইরা বাদশা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, যুবনেতা আবু হানিফ মিলন, শহিদুর রহমান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি থেকে খুলনা -৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদীয় আসনের একজন মনোনয়ন প্রত্যাশী। দলের জন্য আমি নিবেদিত। আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের চরম বিরোধিতার মধ্যে বিগত ১৭ বছর উপজেলা বিএনপির কর্মীদের সুসংগঠিত করে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছি। তিনি বলেন আমি বিভাজনের নীতিতে বিশ্বাসী নই। দলের মধ্যে যে বিভেদ রয়েছে তাহা দূর করে ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলতে হবে। দলের নীতি আদর্শ মেনে সুশৃঙ্খল বিএনপির মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে। আমার বিগত ১৭ বছরের কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে আশাকরি, দল আমাকে সেভাবে মুল্যায়ন করবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে সাংবাদিকদের মধ্যে বিভাজন না রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *