জুলাই ১২, ২০২৫
Home » বদলী জনীত কারণ ৩জন শিক্ষক দিয়ে চলছে মাগুড়া ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
সোহান মিয়া ,কিশোরগঞ্জ(নীলফামারী)
বদলী জনীত কারনে প্রায় ২ বৎসর ধরে ৩জন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চালছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লীতে অবস্থিত মাগুড়া ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ৬জন শিক্ষকের পদ থাকলেও বিদ্যালয়টিতে গিয়ে প্রধান শিক্ষকসহ ৩জন শিক্ষকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রধান শিক্ষক মাহবুবুন্নাহার জানান মাগুড়া ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২০জন,বিদ্যালয়টি শিক্ষারমানও সন্তোষজনক  কিন্তু ১২০জন ছাত্র-ছাত্রীকে ৩জন শিক্ষক দিয়ে পাঠদান করা সম্ভব হয়ে উঠছেনা। এছাড়া অফিসিয়ালী কাজে বিভিন্ন সময় আমাকে শিক্ষা অফিসে যেতে হয় তখন বিদ্যালয়টিতে মাত্র ২জন সহকারী শিক্ষক থাকেন। জানাগেছে ২০২৩ সালে ২জন এবং ২০২৪ সালে ১জনসহ মোট ৩জন সহকারী শিক্ষক অন্যত্রে বদলী হয়ে যান তখন থেকে ৩জন সহকারী শিক্ষকের পদ শূণ্য হয়ে যায়। শূন্য পদে এখন পর্যন্ত নতুন কোন শিক্ষক যোগদান করেননি। এছাড়া বিদ্যালয়টিতে  যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় কোন শিক্ষক অত্র প্রতিষ্ঠানে আসতে চায় না, আসলেও কিছুদিন থাকার পর অন্যেত্রে বদলী নিয়ে চলে যান।  এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোসা. মাহমুদা খাতুন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি অবগত আছেন এবং দ্রত শিক্ষক দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *