জুলাই ৮, ২০২৫
Home » সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে বিশিষ্ট মাদক ব্যবসায়ীদের গ্রেফতার প্রসঙ্গে..
মোঃ মোস্তাফিজুর রহমান , প্রতিদিন 
#খুলনা_বিভাগীর_ব্যুরো
 *ঘটনার বিবরণ*
১. আজ অদ্য-১৯:৪০ঘটিকায় থেকে ২৩:৫০ পযন্ত *গোয়েন্দাদের* দের  তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত লেফটেন্যান্ট কাদির স্যারের নেতৃত্বে একটি অভিযানে দেবহাটা উপজেলার কুলিয়া গোল কান্দা এলাকায় সাবেক  চেয়ারম্যান আসাদুল ইসলাম এর ছেলের দেলোয়ার হোসেন শাওন বাসায়  অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে দেলোয়ার হোসেন শাওন এবং কামানুর গাজী(ইন্ডিয়ান নাগরিক) কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।
২.  তার বাসা থেকে ইয়াবা,ধারালো
অস্ত্র,মদের বোতল নগদ অর্থ ইয়াবা সেবন এর সরঞ্জামাদি উদ্ধার  করা হয়। খবর নিয়ে যানা যায় দেলোয়ার হোসেন  শাওন একজন বড় ধরনের মাদক এর ডিলার হিসাবে পরিচিত এবং শাওন হচ্ছে ওই এলাকার এক  প্রকার আতঙ্ক সৃষ্টির মূল।তাকে দেখে এলাকায় লোকজন ভয়ে থাকতো বলে জানা যায়।এবং দেলোয়ার হোসেন শাওন বিভিন্ন সন্ত্রাসী কার্য ক্রোম  সাথে জরিত আছে বলে জানা যায় স্যার। দেলোয়ার হোসেন শাওন ইন্ডিয়ার কামানুর গাজী এক সাথে মাদক এর ব্যবসা করে আসছে।
*গ্রেফতারকৃত আসামিদের পরিচয়*
 নামঃদেলোয়ার হোসেন শাওন (৩৯)
পিতাঃআসাদুল ইসলাম (সাবেক চেয়ারম্যান)
গ্রামঃকুলিয়া
ইউনিয়নঃকুলিয়া
থানাঃদেবহাটা
জেলাঃসাতক্ষীরা
২।নামঃকামানুর গাজী(৩৩)(ইন্ডিয়া)
পিতাঃমৃত করিম গাজী
গ্রামঃপানিতর
থানাঃবসিরহাট
জেলাঃউওর চব্বিস পরগনা
দেশঃইন্ডিয়া
*উদ্ধারকৃত মালামাল*
১।ইয়াবা-৭৯১ পিস
২। গ্যাস লাইট -০২ টি
৪। ইয়াবা সেবনের সরঞ্জামাদি।
৫। গোল্ড লিফ  সিগারেট  ৬ প্যাকেট।
৬। আধার কার্ড- ০১টি
৭।অ্যান্ড্রয়েড ফোন- ০৫ টি
৮। বাটন ফোন- ০১ টি
৯। বৈদেশিক মুদ্রা
ক.মালদিব -১০ রুপাইয়া
খ.ইন্ডিয়ান- ৭০ রুপি
গ.আমেরিকান ডলার-৫ ডলার
১০। নগদ টাকা ১২৯০০০
১১। রান দা-০১টি
১২। কাটারি-০১টি
১৩। চাইনিজ কুড়াল- ০১টি
১৪। চাকু-০৩টি
১৫। মদের বোতল ০৫টি
১৬।সিম কার্ড ০৮টি
১৭।পাসপোর্ট ০১টি
পরবর্তীতে ১৭-০৬-২৫ রাত ০২০০ ঘটিাকায় উদ্ধারকৃত মালামাল সহ আসামিদেরকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *