জুলাই ৮, ২০২৫
Home » কয়রায় সুন্দরবনের অজগর সাপ আবারও লোকালয়ে উদ্ধারের পর বনে অবমুক্ত
জি,এম,রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার কয়র,খুলনা
  সুন্দরবন হতে আবারও লোকালয়ে আসা একটি অজগর সাপ উদ্ধার করে তা বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ৬নং কয়রা পুলিশ ফাঁড়ির পাশ্ববর্তী শশান কালি মন্দিরের মাঠে ৯ ফুট লম্বা অজগর সাপটি স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। এর আগেও একই স্থান হতে আর একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। সাপটি উদ্ধারকালে কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির সদস্য, সিপিজি, ভিটিআরটি সদস্য সহ  বন রক্ষীরা উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির অধিনস্থ টানা ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *