জুলাই ৮, ২০২৫
Home » ছাতকের পিয়াইন নদীতে অর্ধ কোটি টাকার মালামাল বাজেয়াপ্ত
ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি
সুনামগঞ্জের ছাতকে নৌ পথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল বাজেয়াপ্ত করো হয়েছে।
গত সোমবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুরস্থ পিয়াইন নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ অ‌ভিযানের সময় থানার পু‌লিশ না যাওয়ার ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দুজন আনছার বা‌হিনী নিয়ে অভিযান পরিচালনা শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।
এদিন বিকালে সরকারী কাজে নদী পথ পরিদর্শনে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। পরিদর্শনকালে দেখা যায় ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাওস্থ পিয়াইন নদীতে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
ঘটনাস্থলে ইউএনওর উপস্থিতি টের পেয়ে ড্রেজার মে‌শিন ও নৌকা রে‌খে আসামীরা পালিয়ে যায় এবং নদীতে থাকা অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এসময় আনসার সদস্য ও নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জব্দকৃত মালামাল বাজেয়াপ্তের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। জব্দকৃত তালিকায় রয়েছে ৬ সিলিন্ডার ইঞ্জিন যুক্ত ২টি স্টিল নৌকা, ৪সিলিন্ডার ইঞ্জিন যুক্ত ১টি স্টিল নৌকা ও ৪সিলিন্ডার যুক্ত ভাসমান ড্রাম ২টি।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ তরিকুল ইসলাম এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন সরকারী কাজে নদী পথ পরিদর্শনেকালে অবৈধভাবে অননুমোদিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেখে অভিযান পরিচালনা করি। এসময় থানার ও‌সিকে মোবাইল ফোনে পু‌লিশ পাঠানোর জন্য ব‌লা হলেও তি‌নি পু‌লিশ দেয়‌নি। তবুও পু‌লিশ ছাড়া তি‌নি অভিযান করেন। আটককৃত মালামাল বাজেয়াপ্ত করা হয়। জনস্বার্থে বালু ও পাথর সম্পদ রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *